Wednesday, April 16, 2025
Wednesday, April 16, 2025
Homeবিশেষ প্রতিবেদনডিমলার টেপাখড়িবাড়িতে তিস্তা নদীতে নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার।

ডিমলার টেপাখড়িবাড়িতে তিস্তা নদীতে নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার।

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর মাসুদ ইসলাম(১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর তেলির বাজার পূর্ব খড়িবাড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত মাসুদ ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও পূর্ব খড়িবাড়ি সরকারি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন। তিনি আরও জানান, গত মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যায় মাসুদ। এরপর অনেক খোঁজাখুজির পড়েও তার সন্ধান পাওয়া যায়নি। আজ তেলির বাজার থেকে ৫০০ গজ দূরে তিস্তা নদীর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: