Saturday, April 19, 2025
Saturday, April 19, 2025
Homeরাজনীতিজনগণের সরকারই পারবে দেড়যুগের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে- কয়েস লোদী।

জনগণের সরকারই পারবে দেড়যুগের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে- কয়েস লোদী।

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর যুবদলের আওতাধিন ২৩নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) নগরীর উপশহরস্থ ল’কলেজের সামনে বাদ আসর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় তিনি বলেন, নগরীর সকল ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। গত দেড়যুগ স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব। স্বৈরাচার সরকারের পতন হলেও। তাদের দেড়যুগের দুঃশাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার। নির্বাচিত সরকারই পারবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে।
কয়েস লোদী আরোও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে।

মহানগর যুবদলের প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে আয়োজন নিয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, বিএনপির পাশাপাশি যুবদলের উদ্যোগে ইফতার কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে নগরীর বিভিন্নস্থানে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, মহানগর যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক মিলাদ আহমদ, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান আলী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ২৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক পাপ্পু আহমেদ, সদস্য আহাদ আহমদ, মহানগর যুবদল নেতা রনি আহমদ, ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়ামিন আহমদ, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান নয়ন, ১৪ নং ওয়ার্ড যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আকিব শাহ, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফারহান ইসলাম, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ রাহাত, ১৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিব শাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: