
ফ্যাসিস্ট শক্তি আওয়ামীলীগকে জুলাই আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হলেও সারাদেশে তাদের অস্তিত্ব এখনও বিদ্যমান। তবে তাদের অস্তিত্ব থেকে মুছে ফেলতে হবে। গত ১৫ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার বাংলাদেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, সংসদ সদস্য প্রার্থী, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিগত একাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন গ্রহণকারী জনাব মাহবুব চৌধুরী।
বুধবার ২ এপ্রিল রক্তাক্ত জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করা মারাত্মক আহত আলাল আহমদ ও তার পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীস্হ তার বাসায় গিয় সৌজন্য সাক্ষাৎকালে তিনি আরো বলেন যারা জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন তাদের ঋন শোধ করা সম্ভব হয়নি। আওয়ামীলীগ ও প্রশাসন মিলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ১৫ বছর ছিল লুটপাটের রাজত্ব। দেশের ১৮ কোটি মানুষকে তারা চাকর মনে করত। কারও সাথে ভালো আচরন করেনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করুন। আমরা ইনসাফ, ন্যায়ের, মানবিক একটি বাংলাদেশ প্রত্যাশা করি। বিএনপি সংস্কার ও নির্বাচন চায়। মনে রাখতে হবে রাশিয়ায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও দুই টার্মের বেশি প্রেসিডেন্ট না হওয়ার বিধান সংবিধানে ছিল। উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া।দুই দেশেই নিকৃষ্ট স্বৈরশাসক বসে আছে।