Friday, April 4, 2025
Friday, April 4, 2025
Homeবিনোদন"হইবি একদিন লাশ" শাহ আলম সানি'র কথায় গাইলেন অশোক বালা।

“হইবি একদিন লাশ” শাহ আলম সানি’র কথায় গাইলেন অশোক বালা।

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গীতিকবি শাহ আলম সানি’র কথায় একটি আধ্যাত্মিক গানে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী অশোক বালা।গানটি সুর করেছেন স্বাধীন নজরুল। গানের সঙ্গীত আয়োজন করেছেন মনজুর বাবু। গান প্রসঙ্গে গীতিকবি শাহ আলম সানি বলেন, “হইবি একদিন লাশ” শিরোনামের এই আধ্যাত্মিক গানটি আমার খুব পছন্দের । গানটি নিয়ে আমি খুব আশাবাদী।

কণ্ঠশিল্পী অশোক বালা বলেন, গানের কথাগুলো সত্যি খুব সুন্দর, গানটিতে কন্ঠ দিতে পেরে আমার খুব ভালো লাগছে।সম্প্রতি গানটি রিলিজ হয়েছে বাউল আকাইদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল হতে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: