Friday, April 4, 2025
Friday, April 4, 2025
Homeস্বাস্থ্যসিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

স্টাফ রিপোর্ট, সিলেট।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের শুধু মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার শক্তি এবং নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা বাড়ায়। তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানের পাশাপাশি প্রতিবছর তাদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক জ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি বহুমুখী গুণাবলী অর্জনের আহবান জানান শিক্ষার্থীদের।

ডা. সাইকা জান্নাত এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া , হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. এম.এ. সালাম, কালচারাল কমিটির সদস্য সচিব ডা. মুরশিদা আফরোজ লুবনা। স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ও কালচারাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আল-মোহাইমিন। অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ব্যাচের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গত ২২শে জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: