Wednesday, April 16, 2025
Wednesday, April 16, 2025
Homeরাজনীতিসাবেক ছাত্রদল নেতা মোস্তাকুর রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি’র গণসংবর্ধনা।

সাবেক ছাত্রদল নেতা মোস্তাকুর রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি’র গণসংবর্ধনা।

সাবেক ছাত্রদল নেতা মোস্তাকুর রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি গণসংবর্ধনা এক গণসংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম অকতোভয় সৈনিক ও বার বার কারানির্যাতিত নেতা যুক্তরাষ্ট্র প্রবাসি মুস্তাকুর রহমান রুমন এর স্বদেশ প্রত্যাবর্তনে সোমবার (১৪ই এপ্রিল) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক গণসংবর্ধণা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাবেক এই ছাত্রদল নেতা আসলে তাঁকে শত শত নেতাকর্মী ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবের ২বারের সফল মেয়র ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক ব্যারিষ্টার এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যমুনা অয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমদ চৌধুরী খসরু, বাংলাদেশ শিক্ষক সমিতির বিভাগীয় আহবায়ক মনিরুল ইসলাম, সিলেট জেলা বারের পিপি মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, স্বেচ্ছাসেবক দলের মহানগর শাখার আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা শাখার সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: