Monday, April 7, 2025
Monday, April 7, 2025
Homeবিশেষ প্রতিবেদনসমাজসেবায় অবদান রাখায় কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার।

সমাজসেবায় অবদান রাখায় কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার।

আর্ত মানবতায় সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় অফিসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথিরা হলেন, সিলেট ইয়াং স্টার সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমদাদুল হক, যুক্তরাজ্য ইয়াং স্টার এর উপদেষ্টা ও বৃটেনের বিশিষ্ট ব্যবসায়ী হারিছ উদ্দিন, সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠাকালীন প্রবাসী দাতা সদস্য এবং এক্সিকিউটিভ সদস্য ও স্পেন ইয়াং স্টার এর উদ্যোক্তা রিপন চৌধুরী, যুক্তরাজ্য ইয়াং স্টার সম্মানিত সদস্য হাফিজুর রহমান।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতিমো: রাসেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জুনায়েদ আহমেদ ইমন ,প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি মিজানুল হক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, মো: লায়েক আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মনির মিয়া, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম মিলাদ, আতাউর রহমান, কয়েস আহমেদ, হাসান, সোনাজ আহমেদ, সোহেল আহমেদ, মোজাম্মেল, ইব্রাহিম, শুক্কুর, মো. আমিনুল হক প্রমুখ। পবিত্র কুরআন তেলওয়াত করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নোমান।

এতে প্রবাসীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব। তারা শুধু রেমিটেন্স প্রেরণ করেই থেমে থাকেননি, বরং মানবতার সেবায় এগিয়ে এসে সমাজের অবহেলিত, দুঃস্থ ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। বক্তারা আরো বলেন, প্রবাসীরা কখনোই শুধু নিজের পরিবারের কথা চিন্তা করেন না। তারা প্রিয় জন্মভূমির মানুষের কল্যাণে নিরবিচারে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সিলেট ইয়াং স্টার এর কার্যক্রমে তারা শুরু থেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা আরও বলেন, এই সম্মাননা কোনো প্রতিদানের বহিঃপ্রকাশ নয়, এটি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট প্রয়াস মাত্র। অনুষ্ঠান শেষে প্রবাসী অতিথিদের হাতে স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: