খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধিঃ
আজ পহেলা বৈশাখ। নববর্ষের প্রথম দিন। এই দিনটির মধ্য দিয়ে বাঙালির ইতিহাস ও সংস্কৃতির আত্মপরিচয়ের প্রকাশ ঘটে।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ কে কেন্দ্র করে উপজেলার পৌরশহর সেজেছে নানা আয়োজনে। সকল ভেদাভেদ ভুলে সব শ্রেণি পেশার মানুষই আজ নিজেদের রাঙিয়েছে নানান পোশাকে।
এ-উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
বৈশাখী আনন্দ শোভাযাত্রায় দেখা যায়, ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা লাল সাদা শাড়ির সাথে পড়েছে পছন্দসই ব্লাউজ। সঙ্গে ছিল ফুলের মালা, কপালে টিপ, মাথায় ফেস্টুন, হাতে নানা রকমের প্লেকার্ড, কেউ বউ সেজেছে- কেওবা স্বামী, কেউ ঘটক সেজেছে,কেউ সেজেছে কৃষক। কিছু খুদে শিক্ষার্থী গাছের ডালপালা ও পাতা দিয়ে নিজেদের আবৃত করে হয়েছে আদিম মানুষ।
অপরদিকে পহেলা বৈশাখ কে ঘিরে উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। হরেক রকমের দোকান, স্টল গড়ে উঠেছে মাঠের চারপাশে। শিশুদের জন্য রয়েছে ট্রামপোলিন জাম্পিং, নাগরদোলাসহ বিভিন্ন রাইড এর ব্যবস্থা।