Tuesday, April 15, 2025
Tuesday, April 15, 2025
Homeআইন আদালতসখীপুরে ছাত্রলীগ যুবলীগ কৃষকলীগসহ আ.লীগের ৭ নেতা গ্রেফতার।

সখীপুরে ছাত্রলীগ যুবলীগ কৃষকলীগসহ আ.লীগের ৭ নেতা গ্রেফতার।

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করা মামলায় উপজেলার ছাত্রলীগ, যুবলীগ,কৃষকলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের জামাতা ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ ফরিদ (৩৫) ও সখীপুর উপজেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান (৪০), উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন (৩২), বহেড়াতৈল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিনহাজ খান (৪২) ও সদস্য শাহাদাত খান (৪০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল, বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করা মামলায় ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেখ ফরিদের নামে টাঙ্গাইল সদর ও সখীপুর থানায় বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলা রয়েছে। শেখ ফরিদকে ৭ দিনের রিমান্ড চেয়ে সকল আসামিদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: