
গণঅভ্যুত্থানের বিপরীতমুখী যাত্রা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা ও সুনামগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মাহবুব চৌধুরী।
তিনি বলেন, “শেখ হাসিনা এক দিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেনি; ভারতের আশ্রয়-প্রশ্রয়েই তিনি এই রূপ ধারণ করেছেন। গত জুলাইয়ে ছাত্র-জনতার ওপর চালানো গুলি, হেলিকপ্টার থেকে হামলা সবই হয়েছে ভারতের প্রত্যক্ষ মদদে। যদি ভারত একজন ব্যক্তিকে এতটা প্রশ্রয় না দিত, তাহলে দেশে আজকের এই অরাজকতা, বিশৃঙ্খলার সৃষ্টি হতো না।”
রবিবার দিরাই পৌর শহরে ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভুয়া নির্বাচনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। অনির্বাচিতদের সংসদে বসিয়ে দেশের সাংবিধানিক কাঠামোকে ভেঙে দিয়েছেন। ফলে জনগণের মধ্যে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে।”
মাহবুব চৌধুরী বলেন, “দল গঠনে সংস্কার এবং রাষ্ট্র ব্যবস্থার সর্বস্তরে—জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদকসহ—সার্বিক সংস্কার প্রয়োজন। আমরা সব ধরনের ইতিবাচক সংস্কার প্রস্তাবকে সমর্থন করি।”
তিনি বলেন, “জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত টিম বাড়ানো দরকার। বিএনপি সরকার গঠন করলে দিরাই-শাল্লার ১৩টি ইউনিয়ন, পৌরসভা এবং দুই উপজেলায় আধুনিক নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে অবহেলিত এই অঞ্চলের বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
সংখ্যালঘুদের প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার আমলেই সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। অথচ ৫ আগস্টের পর তারা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে। আমরা হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই। দেশের স্বার্থে সকলের ঐক্য প্রয়োজন।”
ক্রীড়া সংগঠক ও যুবদল নেতা আলেক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল জলিল, কাজি নুরুল আজিজ চৌধুরী, মুরাদ চৌধুরী, দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুস সামাদ, সাংবাদিক এহিয়া আহমদ লিটন, দিরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রশিদ আহমদ চৌধুরী, যুবদল নেতা গৌছুল হক, মো. রবিন তালুকদার, ছাত্রদল নেতা মো. মাহি তালুকদার, এনামুল তালুকদার, মাওলানা আব্দুল খালেক, মিলন মিয়া, রিফাত হাসান, পায়েল বিশ্বাস, আরিফ মিয়া, হেলাল হাসান, দিগন্ত তালুকদার প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ। বিজ্ঞপ্তি।