
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে ৩৭ টি ভিজিএফ কার্ডের চাউলসহ ইউ পি সদস্য জোবদুল করিমের ভাতিজা ও ভ্যান চালক কে আটক করে স্থানীয় জনতা।
২৩ মার্চ দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারীকবাজারে আটক করে,।আটক কৃতরা হলো দাইপুখুরিয়া ইউ পির ৪ নং ওয়ার্ড সদস্য জোবদুল করিমের ভাতিজা ও উত্তর মকিম পুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও ভ্যান চালক একই গ্রামের মৃত্যু নেস মোহাম্মদের ছেলে ভিখু আলী।
স্থানীয়রা জানান, গরীব ও অসহায়দের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে দাইপুখুরিয়া ইউ পি সদস্য জোবদুল করিম (পারুল) সরকারি চাল অবৈধভাবে নিয়ে যাচ্ছে এই সময় স্থানীয় জনতা ইউ পি সদস্য জোবদুল করিম (পারুল) এর ভাতিজা ও ভ্যান চালককে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিম্মায় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
ভ্যান চালক ভিখু আলী জানান এর আগে এক ভ্যান চাউল পারুল মেম্বারের বাসা রেখে এসেছি ২য় বার জনগণ আমাকে আটক করছে।
অভিযুক্ত ইউপি সদস্য জোবদুল করিম পারুলকে মোবাইলফোনে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন , আমার ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আযাহার আলী জানান, বিষয়টা অবগত হয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।