Monday, April 7, 2025
Monday, April 7, 2025
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে অগ্নিকান্ডে তিনটি বাড়ি ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা।

শিবগঞ্জে অগ্নিকান্ডে তিনটি বাড়ি ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।

শিবগঞ্জে অগ্নিকান্ডে তিনটি বাড়ি পুড়ে ভস্মিভুথ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাক। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাবাজপুর ইইনিয়নের শান্তিমোড় এলাকায় শনিবার দিবাগত রাত ৯ টার দিকে।

তবে ফায়ার সার্ভিস অফিস বলছেন ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল। সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ভবেস কর্মকারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তার ও তার দুই ভাই এর তিনটি বাড়ি বাড়ি ভস্ম হয়ে যায়। এ সময় স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে না পেরে শিবগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিস অফিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের লোকজন,স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আনে। ভবেস কর্মকার ও ভার্কু কর্মকার জানান আমাদের তিন ভাইয়ের বাড়ি ও বাড়ির আসবাবপত্র সবকিছুই পুড়ে ভস্ম হয়ে গেছে। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দিন আনি দিন খাই।আমরা সরকারের কাছে আমাদের পূর্ণবাসনের জন্য অনুরোধ করছি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু কাদের কিবরিয়া জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল। তিনি আরো জানান রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি জানান, দুপুরের পর আমরা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানাকে সংগে নিযে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনটি পরিবারকে প্রাথমিক পর্যায়ে নগদ অর্থ, শুকনা খাবার ও বস্ত্র প্রদান করা হয়েছে। তাছাড়া তাদের পুর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: