Friday, April 4, 2025
Friday, April 4, 2025
Homeরাজনীতিশহীদ জিয়ার নামে ব্যাতিক্রমী আয়োজনে সিলেট নার্সিং কলেজ এসোসিয়েশনে।

শহীদ জিয়ার নামে ব্যাতিক্রমী আয়োজনে সিলেট নার্সিং কলেজ এসোসিয়েশনে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, শহীদ জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ রাজনীতিবীদ ছিলেন। এদেশের উন্নয়নের জন্য দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে গেছেন। বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচী নিয়ে জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। শহীদ জিয়ার খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটেছিল। শহীদ জিয়া নানা সংকটে ও বিধ্বস্ত ‘তলাবিহীন জুড়ি’ আখ্যাপ্রাপ্ত বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থায় অধিষ্ঠিত করেছিলেন। তিনি নার্সিং কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান শহীদ প্রেসিডেন্ট জিয়্উার রহমানের নামে ব্যাতিক্রমী এই আয়োজন করার জন্য।

তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেট নাসিং কলেজ এসোসিয়েশনের উদ্যোগে সিলেটে ১২টি নাসিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষার্থী রাফি আহমেদ’র সভাপতিত্বে ও আল-আমিন নার্সিং কলেজের শিক্ষার্থী শুভ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, মির্জা বেলায়েত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, মাহবুব আহমদ চৌধুরী, আব্দুল মোতাক্কাবির চৌধুরী সাকি প্রমুখ।

খেলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানে সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষার্থী আরিফ আহমেদ,আহমেদ নিল, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান ও সীমান্তিক নার্সিং কলেজ শিক্ষার্থী জয় প্রমুখ।

খেলার প্রধান পৃষ্ঠপোষক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, আগামী ২০ ফেব্রুয়ারি সিলেটে ব্যাতিক্রমী এই খেলাটি উদ্বোধন করা হবে। খেলা সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: