Friday, April 18, 2025
Friday, April 18, 2025
Homeরাজনীতিশহীদুল্লাহ হলের অসুস্থ শিক্ষার্থীদের পাশে ঢাবি ছাত্রদল।

শহীদুল্লাহ হলের অসুস্থ শিক্ষার্থীদের পাশে ঢাবি ছাত্রদল।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার।

গত পহেলা নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোর্তজা মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে রোববার ৩ ই নভেম্বর রাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ছুটে যান ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে শিক্ষার্থীদের খোঁজ নেওয়া হয়। এসময় হলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
এসময় তাদের ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক তাদের সঙ্গে ছিলেন।এসময় তিনি শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন।এসময় ছাত্রদল অসুস্থ শিক্ষার্থীদের ডাব,কমলা, স্যালাইনসহ তরল খাবার উপহার দেন।
ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইমাম আল নাসের মিশুক (সাধারণ সম্পাদক,শহীদুল্লাহ্ হল),নুরুল আমিন নুর (সাংগঠনিক সম্পাদক,শহীদুল্লাহ্ হল)মেহেদী হাসান নিয়ন,আহসানুল ইসলাম, মোছাদ্দিক আল হক (শান্ত), রাকিবুল হাসান সৌরভ,মাসুম বিল্লাল,আশরাফ অনিক,আল আমিন,আবরাব,নওশের চৌধুরী প্রমুখ।এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন,শিক্ষার্থীদের অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে।সকলেই অভিযোগ করেছে বনফুলের বিরুদ্ধে। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চিকিৎসা ও সার্বিক ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পায় সেজন্য কাজ করছি।সেই সাথে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো।

আল নাসের মিশুক বলেন, হলের শিক্ষার্থীরা অসুস্থ শুনে দেখতে এসেছি।এসময় আমরা ঢাকা মেডিকেলের একজন চিকিৎসকে সাথে নিয়ে সবার রুমে গিয়ে খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেছি।তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা আমরা শহীদুল্লাহ হল ছাত্রদল তাদের বিচার দাবি করছি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: