
সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় রাণীশংকৈল উপজেলা পাট অধিদপ্তর অফিস চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা: রুপম চন্দ্র মহন্ত।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রঞ্জিত রায়, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা, তানিয়া আক্তার, অফিস সহকারী জুয়েল রানা,ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন
এই মৌসুমে রাণীশংকৈল উপজেলায় ২ হাজার ৪০৫ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩কেজি টিএসপি, ৩ কেজি এমওপি বিতরণ করা হবে।