Friday, April 11, 2025
Friday, April 11, 2025
Homeবিশেষ প্রতিবেদনযমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২৫।

যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২৫।

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল ও কলেজ হাসপাতালে প্রেরণ করেছে যমুনা সেতু থানা পুর্ব পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা দুপুর ২ টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হলে ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুইবাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়া বাড়ী এলাকায় ২০-২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত দুইটি সরাতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে তা দ্রুত সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: