Friday, April 4, 2025
Friday, April 4, 2025
Homeস্বাস্থ্যমানুষের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীগন -------------মুশফিকুল ফজল আনসারী।

মানুষের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীগন ————-মুশফিকুল ফজল আনসারী।

বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত (সিনিয়র সচিব) মুশফিকুল ফজল আনসারী বলেছেন, মানুষের জীবন রক্ষায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদান কেবল কৃতজ্ঞতায় সীমাবদ্ধ নয়, এটি মানবতার প্রতি এক অনন্য উৎসর্গ।

তিনি আরো বলেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্য যেকোনো দুর্যোগে তাঁদের ভূমিকা অতুলনীয়। তাঁদের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করে। শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, তাঁদের স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং সচেতনতা কার্যক্রমও অত্যন্ত প্রশংসনীয়।

শনিবার (১৮ জানুয়ারি) সিলেট নগরীর চৌহাট্টাস্থ মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নুরুল ইসলাম সাজু, মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক ডাঃ মোঃ নুরুল আলম খান, সিনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড অবস ডাঃ উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: