
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, নগরীর প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান আমাদের সবার কারণ কোনো কোনো ভাবে সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত।
যারা বিভিন্ন সুযোগে বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর লুটপাট চালায় তারা সুচিন্তার মানুষ নয় তারা হচ্ছে দুস্কৃতিকারী সমাজের শত্রু। তাদের বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং নৈতিক দায়িত্ব থেকে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সিলেট নগরীর দুস্কৃতিকারীদের হামলায় ভাংচুর-লুটপাট কৃত ব্যবসা প্রতিষ্ঠা এবং অন্যান ব্যবসা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ-কৃষি বিষয়ক সম্পাদক রাজিব কুমার দেব, সদস্য নুরুল ইসলাম লিমন, মন্তাজ মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, আবু সফিয়ান, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের (সদস্য) দপ্তর সম্পাদকের দায়িতপ্রাপ্ত জাকারিয়া হোসেন, মহানগর যুবদলের সদস্য আরিফুল ইসলাম, লায়েক আহমদ, আবুল ওয়াহিদ, সুহেল খান, হোসেন আহমদ চৌধুরী, আলম আহমদ, সৈয়দ আলী রাজ্জাক সাজু, মাজহারুল ইসলাম মেনন, নান্নু মিয়া, ফয়সল আহমদ, আলী জাবেদ, আখতার হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি