Saturday, April 19, 2025
Saturday, April 19, 2025
Homeসারা বাংলাবাংলা নববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

আজ সোমবার (১৪ এপ্রিল/২০২৫ খ্রিষ্টাব্দ) বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন নীলফামারী এর আয়োজনে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামন হতে জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী এবং জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়ে নীলফামারী শহরের পৌর-মার্কেট প্রদক্ষিণ করে ডিসি’স গার্ডেনে এসে শেষ হয়। অতঃপর ডিসি’স গার্ডেনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার, নীলফামারী মহোদয় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। বাঙালি জাতির একমাত্র অসম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ তাই সকলকে বাঙালি চেতনা ধারণের জন্য আহ্বান জানান।

এসময় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী সহ জেলা প্রশাসন নীলফামারী এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: