Friday, April 18, 2025
Friday, April 18, 2025
Homeরাজনীতিবাংলা নববর্ষ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির সভা।

বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির সভা।

বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য ধারক এবং বাহক বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে যৌথ সভা শনিবার (১২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলা নববর্ষ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করবে বিএনপি।

বাংলা ১৪৩২ নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি আয়োজন করবে বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সাম্প্রতিক অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এ বছরের পহেলা বৈশাখ ব্যাপক ও প্রাণবন্তভাবে উদযাপন করবে সিলেটবাসী সহ দলীয় নেতাকর্মীরা। এই আয়োজনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতিচর্চার দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি।

সভায় আগামী সোমবার (১৪ এপ্রিল) ভোরবেলা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন দিয়ে দিনের সূচনা হবে। এরপর অনুষ্ঠিত হবে লোকজ ক্রীড়া ‘কাবাডি’। দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দসহ সকল শ্রেণি-পেশার জনগণের অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় যৌথ সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুনিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জাসাস জেলার আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগরের আহবায়ক তাজ উদ্দিন মাছুম, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান, মহানগরের সদস্য সচিব রাসেল আহমদ রানা, ছাত্রদল জেলার ভারপ্রাপ্ত সভাপতি জুবের খান, মহানগরের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ। -বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: