মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক এমপি ও নীলফামারীর জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
১৯ এপ্রিল শনিবার সকালে ডিমলা মডেল মসজিদে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রীর সুস্বাস্থ্য,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সাবেক নীলফামারী জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ
মাহফিল এর পরিচালনা করেন উপজেলা ওলামাদলের নেতা হাফেজ কারী আব্দুর রশিদ লেবু মিয়া।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলার সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ ১৭ বছর পর আগামী ২২ এপ্রিল দেশে ফিরছেন।