
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে তিস্তা ভাঙ্গা বালুর বাধ পরিদর্শন করেছেন ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার বিকেলে উপজেলার তিস্তা নদীর টেপাখড়িবাড়ির চড়খড়িবাড়ি এলাকায় বাধ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী বসুনিয়া উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ২০১৬ সালে স্বেচ্ছায় শ্রম দিয়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে বালুর বাধ নির্মাণ করেন স্থানীয়রা। বাধের ফলে ২০ হাজার পরিবার ও হাজার হাজার একর ফসলের জমি বন্যার পানি থেকে রক্ষা পায়। কিন্তু বিগত কয়েক বছরের তিস্তার বন্যায় এই বাধের ব্যাপক ক্ষতি হয়। যার কারণে বর্ষা মৌসুমে কৃষকদের ফসলী জমি ও স্থানীয়দের বসত বাড়ি বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন, ৩ কিলোমিটার বাধের প্রায় ২ কিলোমিটার বাধ ভেঙ্গে গেছে। এটা সংস্কার অতি জরুরি। কিন্তু স্বেচ্ছায় আবারও আমাদের পক্ষে এই বাধ তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বিষয়টি আমাদের নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মুঠোফোনে জানালে তিনি আজকে নেতাকর্মীদের পাঠায় এই বাধ পরিদর্শনে।
এ বিষয়ে গোলাম রব্বানী প্রধান তিনি বলেন,আমাদের প্রিয়নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই তিস্তা পারের মানুষের কথা চিন্তা করে আমাদের পাঠিয়েছেন এই এলাকার মানুষের সাথে কথা বলে কিভাবে সমাধান করতে হয় সার্বিক সহযোগীতা করতে হবে। এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন,“ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দেশের বাইরে থাকলেও সব সময় তিনি আপনাদের খোজ রাখেন। আপনাদের দুঃখ দুর্দশা, সমস্যার সমাধান করার চেষ্টা করেন তিনি। আপনারা তুহিন ভাইকে এই বালুর বাধের কথা বলেছেন সেটি দেখতে আজকে আমাদের তিনি পাঠিয়েছেন। আশা করছি তিনি দ্রুত উচ্চ মহলের সাথে কথা বলে এই বাধ সংস্কারের চেষ্টা করবেন।