
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫) উপলক্ষ্যে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে মহান ২৬ ই মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনসহ কুচকাওয়াজ ও কুচকাওয়াজ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ ২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫) উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন কুচকাওয়াজ ও কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী ও জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়। এরপর সকল বীর মুক্তিযোদ্ধাগণকে ফুল দিয়ে বরণ করে নেন। অতিথিবৃন্দ বেলুন এবং পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এরপর জেলা পুলিশ নীলফামারী দল, আনসার ও ভিডিপি দল, জেলা কারারক্ষী দল, বিএনসিসি দল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দলের সমন্বয়ে একটি সুশৃংখল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক নীলফামারী ও পুলিশ সুপার নীলফামারী মহোদয়। এসময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।