Wednesday, April 9, 2025
Wednesday, April 9, 2025
Homeআইন আদালতনীলফামারী আদালত চত্বরে জনরোষের মুখে নীলফামারী-১ আসনের সাবেক এমপি।

নীলফামারী আদালত চত্বরে জনরোষের মুখে নীলফামারী-১ আসনের সাবেক এমপি।

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী আদালত চত্বরে জনরোষের মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে তাকে আদালতে আনা-নেওয়ার সময় এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আল মাসুদ চৌধুরী।

এদিন ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে আনে পুলিশ।

এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু মানুষ ‘ভূয়া, ভোট চোর ও খুনি’ স্লোগান দিয়ে তাকে কিলঘুষি মারার চেষ্টা করেন। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিনকে নিরাপদে আদালতে হাজির করান। এরপর আদালত থেকে বের হওয়ার সময়ও বিক্ষুব্ধ লোকজন ফের তাকে আঘাত করার চেষ্টা করে। তখনও পুলিশ দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন।

পিপি আল মাসুদ চৌধুরী বলেন, রংপুরের একটি মামলায় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারীর দুটি মামলায় রোববার আদালতে হাজির করে তাকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে। পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: