নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের- নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি- উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে সকল সদস্যগন ঐক্যমত পোষন করেন। উচ্ছেদকৃত জায়গায় নতুন করে কেউ স্থাপনা নির্মানের চেষ্ঠা করলে পুনরায় উচ্ছেদ সহ জেল জরিমানা করা হবে।
এছাড়াও জুয়া, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সহ সকল ধরনের চুরি বন্ধ করতে হবে। মাকদের ডিলার ও সেবনকারীদের আইনের আওতায় আনা হবে। প্রায় ৩ঘন্টা ব্যাপী সভায় গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, স্বাস্থ্য কর্মকর্তা দিবা কর ভাট, শিক্ষা অফিসার ফজিলাতুন ন্নেচ্ছা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, এডভোকেট আসাদ্দুজ্জামান নয়ন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৯ জন চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল নান্দাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ঠ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।