Saturday, April 19, 2025
Saturday, April 19, 2025
Homeবিশেষ প্রতিবেদননান্দাইলে বাবাকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মেয়ের মৃত্যু।

নান্দাইলে বাবাকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মেয়ের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।

ময়মনসিংহের-নান্দাইল উপজেলায় বাবাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে হাসনা বেগম (২০) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৬ এপ্রিল (বুধবার) দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসনা বেগম ওই গ্রামের কৃষক নূরুল হকের মেয়ে। জানা গেছে, মাত্র ১০ মাস আগে তার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ফসলি জমিতে ধান কাটছিলেন হাসনার বাবা। হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠে বাবা ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হাসনা বাড়ি থেকে একটি পলিথিন নিয়ে দ্রুত মাঠের দিকে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: