Wednesday, April 9, 2025
Wednesday, April 9, 2025
Homeআইন আদালতনরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন।

নরসিংদী মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার।

নরসিংদীর মনোহরদীতে সিমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়ার নিহত হয়েছে।

শুক্রবার(৪ এপ্রিল)উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের মজিতপুর গুইলেরটেক গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানান,মজিতপুর গ্রামের বাসিন্দা ছোট ভাই বাদল মিয়ার সাথে বড় ভাই কাজল মিয়ার দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।শুক্রবার সকাল এগারোটার দিকে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।তর্কের এক পর্যায়ে ছোট ভাই বাদল মিয়া বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই)মেহেদী হাসান জানান,পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।এ দিকে মূল আসামী গ্রেপ্তার এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: