Sunday, April 20, 2025
Sunday, April 20, 2025
Homeসারা বাংলানতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাণীশংকৈলে তারুণ্যের উৎসব।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাণীশংকৈলে তারুণ্যের উৎসব।

সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের উৎসব ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, কৃষি অফিসার শহীদুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম রফিক,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী,বৈষম্য বিরোধী প্রতিনিধি,তারেক মাহমুদ, আল হাবিব, ওয়াকিল ও জসিম উদ্দিন সহ,বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ করেন । পরে রানীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ডিগ্রী কলেজ মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: