Friday, April 18, 2025
Friday, April 18, 2025
Homeরাজনীতিদক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগে ইফতার মাহফিল।

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগে ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে দেশের জনগণ অশান্তিতে ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণ অন্যায়, অত্যাচার জুলম, মামলা, হামলা ও নির্যাতন থেকে মুক্তি পেয়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের জনগণ শান্তিতে বসবাসের পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি শুক্রবার (২১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে এবং তেতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী’র সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী মোঃ লিলু মিয়া’র সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপি সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগরীর ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন শাবু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সপু আহমদ চৌধুরী। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক।

তেতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক হাজী শাহ আলম, সাবেক ছাত্রনেতা সাপরান আহমদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবকদল নেতা জামিল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ আজিজ, আলী মিরাজ মোস্তাক, মো. আখতার হোসেন সুমন, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাঈম। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: