Wednesday, April 16, 2025
Wednesday, April 16, 2025
Homeসারা বাংলাডিমলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

ডিমলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর আগে ডিমলা উপজেলা প্রশাসন ও সাহিত্য-সংস্কৃতি পরিষদের শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত, ”এসো হে বৈশাখ” ও দেশাত্ববোধক গান, লাঠি খেলা, লোকজ নৃত্য, রাখি বন্ধন ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করে, এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) বীরেন্দ্রনাথ রায়, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) তুহিন হাসান বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল- ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ডিয়ার জাহাঙ্গীর আলমসহ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া কর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করে।

বক্তারা বলেন- পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অংশ, জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। তারা বিগত বছরের সকল ব্যর্থতা, গ্লানিসহ সবকিছু ভুলে নববর্ষকে বরণ করে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: