
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন১,(২০২৫)চ্যাম্পিয়ন আলহাজ্ব মাহমুদ আলী ক্রিকেট একাডেমী রানার আপ,পশ্চিম খড়িবাড়ি সেন্ট্রাল ক্রিকেট একাডেমি।
পশ্চিম খড়িবাড়ি সেন্ট্রাল ক্রিকেট একাডেমি প্রথমে পশ্চিম খড়িবাড়ি হাইস্কুল মাঠে ব্যাট করে ১৫ ওভারে সব কয়টা উইকেট হারিয়ে ১০২ সংগ্রহ করে, তরুণ বোলার আল হাবিব চারটি উইকেট নেন ২৫ রান দিয়ে, জবাবে, মাহমুদ আলী ক্রিকেট একাডেমী এক ওভার হাতে রেখে ৮উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, দলের পক্ষে হাসান সর্বোচ্চ ২৯ রান সংগ্রহ করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি.. জনাব মোঃ মাহবুব আলম, সভাপতি ৫ নং গয়াবাড়ি ইউনিয়ন বিএনপি। উক্ত খেলায় সভাপতি ছিলেন জনাব আলহাজ্ব আবু ইসহাক অবসরপ্রাপ্ত কর কমিশনার, রংপুর।
বরন্য অতিথি.. জনাব মোস্তাক আহমেদ লিটন, সাধারন সম্পাদক গয়াবাড়ি ইউনিয়ন বিএনপি।
প্রধান পৃষ্ঠপোষক, গোলাম রব্বানী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডিমলা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি… জনাব মোঃ লোকমান খান সহ-সভাপতি ৫ নং গয়াবাড়ি ইউনিয়ন বিএনপি , নওয়াব আলী মাস্টার সহ-সভাপতি ৫নং গয়াবাড়ি ইউনিয়ন বিএনপি, আব্দুস সামাদ বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক,, আবুল আনসার সাবেক সভাপতি ৯ নং টেপা খড়িবাড়ি ইউনিয়ন বিএনপি ও পশ্চিম খড়িবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সারোয়ার খান সহ-সভাপতি ৫নং গয়াবাড়ী ইউনিয়ন বিএনপি,
হোসেন খান নিতু, সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, মোস্তাফিজুর রহমান মোস্তা সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড বিএনপি, আছিমুদ্দিন সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড বিএনপি, এবং ছাত্রনেতা রোকনুজ্জামান রুপন সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।