
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে ঈদুল ফিতরের ছুটি শেষে পূর্বের ন্যায় স্বাস্থ্য সেবা পেয়ে খুশি হয়েছেন এলাকার সাধারন জনগণ ও রোগীর স্বজনরা।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে অনেকে রোগী এসে সেবা নিয়েছে।
এব্যাপারে অত্র এলাকার মোছা. তামান্না সিদ্দিকা জানান সুন্দর ও সুষ্ঠু পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহনের ফলে তিনি অনেকটাই সুস্থ্য হয়েছেন এবং স্বাস্থ্য সেবার কার্যক্রম নিয়ে অনেকটাই সন্তুষ্ঠুবোধ করেছেন।
স্বাস্থ্য সেবা কমপ্লেক্সের রোগী দেখা কাজে কর্মরত মোছা.সুরাইয়া বেগম জানান স্বাস্থ্য কেন্দ্রের মোট ১৩ জন স্টাফ রোগী সেবা গ্রহন করেন এর মধ্যে শিশু সেবা গ্রহনে ৫ জন, এএনসি সেবা গ্রহনে ৫ জন, পিএনসি সেবা গ্রহনে ৩ জন এবং সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা আমরা সেবা দিয়ে থাকি।