Saturday, April 19, 2025
Saturday, April 19, 2025
Homeসারা বাংলাডিমলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটের বীঁজ ও সার বিতরণ।

ডিমলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটের বীঁজ ও সার বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীঁজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পাটের বীঁজ ও সার বিতরণ করা হয়।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া বলেন, পাটকে বাংলার সোনালী আঁশ বলা হয়। এক সময় পৃথিবীর প্রায় অর্ধেকর বেশি পাট বাংলাদেশের উৎপাদন হতো। বর্তমানে পৃথিবীতে পাটের তৈরি বিভিন্ন জিনিস পত্রের ব্যাপক চাহিদা রয়েছে। এই বর্ধিত চাহিদা মেটাতে আমরা পাট উৎপাদন করে আমাদের আর্থিক চাহিদা অনেকাংশে মেটাতে পারি। পাশাপাশি পাট চাষে বাংলাদেশের গৌরব উজ্জ্বল অতীতকে ফিরে আনতে পারি। এ লক্ষ্যে বাংলাদেশে কৃষি অধিদপ্তর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য বিনামূল্যে পাটের বীঁজ ও স্যার বিতরণ করছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী মানুষজন। এতে উপজেলা ১০ ইউনিয়নের শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রত্যেককে ১ কেজি পাটের বীজ, ৫ কেজি টিএসপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: