Tuesday, April 8, 2025
Tuesday, April 8, 2025
Homeরাজনীতিজামায়াতে ইসলামী ৬নং পাঈা মটুকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।

জামায়াতে ইসলামী ৬নং পাঈা মটুকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশে জামায়াতে ইসলামী ৬নং পাঈা মটুকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সম্মানিত আমীর ও নীলফামারী-১ ডোমার ডিমলা উপজেলা এমপি মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা রবিউল আলম সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, প্রভাষক আব্দুল খালেক কর্মপরিষদের ও শূরা সদস্য ডোমার নীলফামারী। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জনাব মোঃ সাদ্দাম হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঙ্গা মটরপুর ইউনিয়ন শাখা। সভাপতিত্ব করেন, জনাব মোঃ আসাদুজ্জামান সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মটরপুর ইউনিয়ন শাখা। এ সময় মটরপুর ইউনিয়ন শাখার স্থানীয় এবং নেতৃবৃবন্ধু উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর সাত্তার বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। জনগণ আর ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় না। ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিযেছে আমাদেরকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের জনগণ দেশকে আর পূর্বের অবস্থায় দেখতে চায় না। জনগণ পরিবর্তন চায়। পরিবর্তনের জন্য সংস্কার দরকার। ঐকমত্য না থাকলে সংস্কার ব্যর্থ হতে পারে। পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও আধিপত্যবাদী শক্তি সংস্কার কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করছে। তাদের চক্রান্ত রুখে দেয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: