Tuesday, April 15, 2025
Tuesday, April 15, 2025
Homeরাজনীতিছাত্র-জনতার আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম-বদরুজ্জামান সেলিম।

ছাত্র-জনতার আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম-বদরুজ্জামান সেলিম।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফল শেষে সংযুক্ত আরব আমিরাত গিয়ে পৌছলে সেখানে বসবাসরত সিলেট জেলা বিএনপি ও সিলেট-৪ গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুরবাসীর পক্ষ থেকে থাকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (১৩ এপ্রিল) দুবাইয়ের ইন্টারন্যাশনাল ভিউ হোটেল হল রুমে আয়োজিত গণসংবর্ধনা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, বিশ্বব্যাপী গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরবাসী সুনামের সহিত দেশের জন্য কাজ করছেন। বিগত ছাত্র-জনতার আন্দোলনসহ দেশের সকল ক্লান্তিকালে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছেন।

দুবাই বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত হকের সভাপতিত্বে এবং দুবাই বিএনপির প্রথম সহ-সভাপতি মহি উদ্দিন আহমদ ও সহ-সভাপতি ইয়াসিন হকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল, দুবাই বিএনপির সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম, দুবাই আকাইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাহেকুর রহমান তারেক, সুজনু খান কুদ্দুস, বশির আহমদ, সুহেল আহমদ প্রমুখ।

আরোও উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন, মামুন রশি, এখাছ উদ্দিন, সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম, শাকিল চৌধুরী, সিরাজ আজমল, জাকির হোসেন, মনির হোসেন, মুজাহিদ হোসেন, রাজা মিয়া, বাবলু আহমদ, ফরিদ আহমদ, রিয়াসদ উদ্দিন মামুন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক তুফায়েল আহমদ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: