Friday, April 18, 2025
Friday, April 18, 2025
Homeবিশেষ প্রতিবেদনচিরনিদ্রায় শায়িত এইডেড স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মঈন।

চিরনিদ্রায় শায়িত এইডেড স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মঈন।

স্টাফ রিপোর্ট ।

চিরনিদ্রায় শায়িত হলেন এইডেড স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মঈন। গতকাল রোববার বাদ জোহর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে স্বজন, দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে মহানগরীর মানিকপীর টিলা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, রোববার সকাল সাতটায় পাঠানটুলাস্থ নিজ বাসার বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে প্রয়াত আব্দুল মঈনের রুহের মাগফেরাত কামনায় দোয়া তার ছেলে মিফতাহ আহমদ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: