Friday, April 18, 2025
Friday, April 18, 2025
Homeসারা বাংলাচা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --------------------------দানবীর...

চা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ————————–দানবীর ড. রাগীব আলী।

স্টাফ রিপোর্ট, সিলেট।

রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চা শিল্প। এ শিল্পের প্রসার ও উন্নয়নের জন্য সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, চা বাগান বাঁচলে শ্রমিকও বাঁচবে। তিনি সম্ভাবনাময় চা-শিল্পকে আরো এগিয়ে নিতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চা বাগানের পাতা চয়ন করে কার্যক্রমের উদ্বোধন করেন মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালনীছড়া চা বাগানের সহকারী মহাব্যবস্থাপক মো. আজম আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগানের এইচ.টি.সি. মো. সুজাউল করিম, মালনীছড়া চা বাগানের সহকারী ব্যবস্তাপক সুকুমার সরকার, মুস্তাফিজুর রহমান, বিদ্যুৎ তালুকদার ও মুরশেদ আহমেদ। বক্তব্য রাখেন বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হৃদেশ মুদি।

মালনীছড়া বাগানের স্টাফ অধীর বাউরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো তাজুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন শ্রী সেন শিবানন্দ দাস বৈষ্ণব এবং পবিত্র বাইবেল পাঠ করেন মেরী বিশ্বাস। ২০২৪ সালে পাতা উত্তলনকারী ৩ জনকে পুরুষ্কার প্রদান করা হয। পুরস্কারপ্রাপ্তরা হেেচ্ছন শিলা মুদি, আশমা বেগম ও সাবিত্রী নায়েক। অনুষ্ঠানে প্রধান অতিথি বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী’কে ফুল ও ফুলের মালা দিয়ে স্বাগত জানান বাগানের সর্বস্তরের শ্রমিক, সর্দার ও স্টাফরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: