
স্টাফ রিপোর্ট সিলেট।
১৭ই মার্চ ২০২৫ ইং রোজ সোমবার পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মানুষদের মধ্যে ইফতার বিতরণ এবং গ্রীনহিল স্টেট কলেজের শিক্ষকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গ্রীনহিল স্টেট কলেজের অন্যতম পরিচালক ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, শাবিপ্রবির কলেজ কো-অর্ডিনেটর দ্বীগবিজয় চক্রবর্তী পলাশের সভাপতিত্বে ও অত্র কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) গণিত বিষয়ের প্রভাষক শীতেশ রঞ্জন বর্মনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক পুলিন রয় ও বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীনহিল স্টেট কলেজের পরিচালক মিশুক দেবনাথ মিশু ও বজলুল করিম বিদ্রোহী আবির।
কলেজের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক হাফছা ফেরদৌস, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক স্মৃতি রানি দাশ, আইসিটি বিষয়ের প্রভাষক মোঃ জায়েদুর রহমান, ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রভাষক সুলতান মাহমুদ, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক আনসার আহমেদ চৌধুরী, বাংলা বিষয়ের প্রভাষক শিল্পী দত্ত, রসায়ন বিষয়ের প্রভাষক সৌমিত্র ভট্টাচার্য সৌম্য, ইংরেজী বিষয়ের প্রভাষক সুষ্মিতা ভট্টাচার্য অর্পা, অর্থনীতি বিষয়ের প্রভাষক শাতাষ্কী চক্রবর্তী, পৌরনীতি বিষয়ের প্রভাষক রুমানা আক্তার কলি, অফিস প্রধান জয়ন্ত দও, অফিস সহকারী রিপন তালুকদার, পিয়ন ইসলাম উদ্দিন ও আয়া পারভীন বেগম সহ প্রমুখ।