Tuesday, April 15, 2025
Tuesday, April 15, 2025
Homeআইন আদালতগোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ্য বাঁধ অপসারণ করে সরকারি খাল দখলমুক্ত করলো প্রশাসন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ্য বাঁধ অপসারণ করে সরকারি খাল দখলমুক্ত করলো প্রশাসন।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধ বাঁধ অপসারণ করে মাহমুদপুর এলজিইডি খাল দখলমুক্ত করছে উপজেলা প্রশাসন। এতে সন্তোষ প্রকাশ করেছেন ওই এলাকার কৃষকরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে অবৈধ বাঁধ অপসারণ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত।

ইউএনও ফারজানা জান্নাত জানান, এলাকাবাসীর অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আজ বিকেলে মাহমুদপুর এলজিইডি খালের বাঁধ অপসারণ করে এক কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, ওসি মো. শফি উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিচুর রহমান প্রধান, বিএডিসি কর্মকর্তা মো. ইমরান, দীঘড়গাতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজ, ইউপি সদস্য আশীষ মিস্ত্রী ও শিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: