Saturday, April 19, 2025
Saturday, April 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনখিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার।

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ।

বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি ২০২৫ খ্রি.নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শিক্ষার প্রাণকেন্দ্র ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও শিক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখার আহ্বান জানান এবং এ ধরণের আয়োজন দেখে অনুষ্ঠান আয়োজক কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে অতিথিবৃন্দকে অভিবাদন জানান এবং পরে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা,বিদ্যালয় পতাকা এবং অলিম্পিক পতাকা উত্তোলন করেন।
এসময় খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান আকন্দ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.আশিকুর রহমান মানিক,সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক
-শিক্ষিকামণ্ডলী,সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: