Friday, April 18, 2025
Friday, April 18, 2025
Homeবিশেষ প্রতিবেদনইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের-ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) স্থানীয় এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মুহাম্মদ নাসির উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহা. মামনুর রশীদ সিদ্দিকী। এছাড়াও মুফতি গোলাম মাজেদ ইমামী, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফজলুল করীম, ডি.এস ইব্রাহিম আহমদ, মনি রুজ্জামান তরফদার, এইচ এম হেলাল উদ্দিন,সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা সভাপতি মাওঃ ইব্রাহীম খলিলুল্লাহ ও সঞ্চালনায় ত্রিশাল উপজেলা সেক্রেটারি ফসিউর রেজাসহ অন্যান্য আলেম ও নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে, প্রধান আলোচনার বিষয় ছিল “আদর্শ সমাজ গঠনে রমজানের ভূমিকা।” বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে সিয়ামের প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা হলে সমাজে নৈতিকতা, পরোপকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার ৩৮ বছর পূর্তিতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নতুনভাবে সবার সামনে তুলে ধরতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে তারা কাজ করে যাবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: