Friday, April 18, 2025
Friday, April 18, 2025
Homeবিশেষ প্রতিবেদনআলীকদমে কারিতাসের এ্যাডভোকেসি সভায় উপজেলা নির্বাহী অফিসার।

আলীকদমে কারিতাসের এ্যাডভোকেসি সভায় উপজেলা নির্বাহী অফিসার।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন সিপিপি পিএইপি২ প্রকল্পের উদ্যোগে আলীকদমে ত্রৈমাসিক এ্যাডভোকেসী ফোরামের সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেছেন, তামাক চাষকে সরকার নিষিদ্ধ না করলেও নিরূৎসাহিত করার নীতি অবলম্বন করছে। তাই সকলকে এ চাষ থেকে সরে আসার জন্য তিনি আহ্বান জানান। উপজেলা কৃষি বিভাগ থেকে কোনো তামাক চাষীকে সার দেওয়া হয় না। তিনি আলীকদমে পানীয় জলের সংকট নিরসন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ রাস্তা-ঘাট সংস্কারে উপজেলা প্রশাসন ক্রমান্বয়ে উদ্যোগ নিবে বলে আশ্বাস দেন।

গতকাল বুধবার দুপুরে আলীকদম কারিতাস অফিসে এ্যাডভোকেসি ফোরামে সভাপতি অংহ্লাচিং মার্মা হেডম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানা, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভরঞ্জন বড়–য়া প্রমুখ। কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার চৈক্ষ্যং, আলীকদম সদর ও নয়াপাড়া ইউনিয়ন থেকে উপস্থিত বাসিন্দারা তাদের নানান সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

সভায় প্রেসক্লাব সভাপতি বর্ষায় পানি তোড়ে নদীর পাড় ভাঙ্গন, নদীর নাব্যতা হ্রাস এবং রোয়াম্ভু ও ভরিখাল মরে যাওয়ার বিষয়ে তথ্য তুলে ধরেন। এ প্রবণতা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান।

সভায় প্রধান অতিথি ইউএনও বলেন, সরকার কিংবা প্রশাসনের একার পক্ষে স্থানীয় সমস্যাগুলি নিরসন করা সম্ভব নয়। তামাক চাষ বিস্তারে রাজনৈতিক সরকারের সময়ে বড় বড় ব্যবসায়ী কিংবা নেতারা সম্পৃক্ত থাকেন। এখন রাজনৈতিক সরকার নেই। তাই এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে অতীতে অনিয়মগুলি শুধরে নিতে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন পাশে থাকবে।

এদিকে, একইদিন কারিতাস আলীকদম অফিসের উদ্যোগে সরকারি দপ্তর ও অন্যান্য দপ্তরের সাথে এ্যাডভোকেসী ফোরাম সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: